আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশে ফিরে রাজনীতি করুক দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও চায় না।
শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, যারা দেশ থেকে পালায় তাদের দেশের প্রতি দায় ও ভালোবাসা নেই। যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের একজনকেও জেলে রাখা যাবে না।
তিনি বলেন, যারা আমাদের দেশের নাগরিক মনে করত না, তারাই দেশত্যাগ করেছে। যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা কখনো দেশ ছেড়ে পালায় না। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ থাকা উচিত নয়। রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ সময় পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিভিন্ন জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন আমির।
শফিকুর রহমান বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান করেছিলাম তা এখনো পূরণ হয়নি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অনুপস্থিতির কারণে সমাজের আজ এত অধঃপতন। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ জন্য বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা জরুরি।
এ ইফতার মাহফিলে বিএনপি ও ইসলামীদলসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
বিডি প্রতিদিন/কেএ