১৭ বিয়ে করে সমালোচিত হওয়া বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্তের পরে রংপুর বিভাগীয় বন অফিসে সংযুক্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় বন অফিসের রেঞ্জ অফিসার মোশাররফ হোসেন। সমালোচিত বন কর্মকর্তাকে রংপুরে সংযুক্তি করায় নেটিজনসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে। ওই বন কর্মকর্তাকে রংপুরে সংযুক্তি করায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অনেকে বলাবলি করছেন, রংপুর কি সংশোধনাগার। কিছু হলেই রংপুরে বদলি করতে হবে। গত এক বছরে পুলিশসহ বিভিন্ন দপ্তরের কমপক্ষে ১০ কর্মকর্তাকে বিভিন্ন অপরাধের কারণে রংপুরে বদলি করা হয়েছে। কবি বাদল রহমান ওই বন কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তার আয়ের উৎস খতিয়ে দেখার জন্য দুদকের হস্তক্ষেপ কামনা করেন। জানা গেছে, সরকারি চাকরি, বিদেশে পড়াশোনার সুযোগ, বিমানবালা হওয়ার প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগ ওঠে কবির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে গত বৃহস্পতিবার বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন জেলার ১৭ নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।
এদিকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু। তিনি স্বপ্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলি আদালতে মামলা দায়ের করলে বিচারক মো. সাদিক আহম্মেদ তা আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।