চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালিক-শ্রমিকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। গতকাল সকালে চরতি ইউনিয়নের ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), কফিল (২২), রিয়াজ (১৭), ইউনুস (২৬), আকিব (১৭), হারুন (২৯), ইদ্রিস (৩০), লিটন (২৮) ও ছালেহ (৩৩)। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমদ বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করা হচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে।’ চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, ‘১০ জন দগ্ধ রোগী এসেছেন। তাদের বেশির ভাগ শ্বাসনালী পোড়া এবং শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।’
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘দগ্ধদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে। যদি দগ্ধদের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় নিতে চান তাহলে নিয়ে যেতে পারবেন।’