বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং তলাং এলাকায় কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত রুমা উপজেলার দুর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে রেং তলাং এলাকায় কেএনএর একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা কেএনএর প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করে নেন। ভবিষ্যতেও সশস্ত্র দলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।