ভারতের দিল্লির ৫০টির বেশি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গতকাল সকালে ইমেইল মারফত ওই হুমকি আসার পরই দিল্লিজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিল্লির এস কে ভি হজ রানি, অন্ধ্র স্কুল, ডিএভি পাবলিক স্কুল, সর্ভোদয়া কন্যা বিদ্যালয়, দুন পাবলিক স্কুল, ফেইথ একাডেমিসহ নামকরা স্কুলগুলোতে একই ইমেইল আইডি থেকে এই হুমকির বার্তা আসে। সকাল সাড়ে ৭টার পর থেকে বিভিন্ন সময়ে এই ইমেইলগুলো আসতে থাকে। তাতে বলা হয়, ক্লাসরুম, অডিটোরিয়াম, স্টাফ রুম, স্কুল বাসসহ ওই স্কুল চত্বরে উচ্চ ক্ষমতা সম্পন্ন সি-৪ বোমা মজুত রাখা আছে। খবর পেয়েই তদন্ত শুরু করে পুলিশ, বোম ডিসপোজাল স্কোয়াড, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। হুমকির উৎস খুঁজে বের করতে সাইবার টিম সক্রিয় হয়েছে। সংশ্লিষ্ট স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হুমকির ইমেইলটিতে দাবি করা হয় আমরা ‘দ্য টেররাইজার্স ১১১ গ্রুপ’। আমরা আপনার স্কুল ভবনের ভিতরে এবং শহরের অন্যান্য জায়গাজুড়ে বিস্ফোরক পুঁতে রেখেছি। ডিভাইসগুলোর মধ্যে রয়েছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন সি-৪ বোমা এবং টাইমড চার্জড- এগুলো ক্লাসরুম, অডিটোরিয়াম, স্টাফ রুম এবং স্কুল বাসে স্থাপন করা আছে- যা সর্বাধিক হতাহতের জন্য উপযুক্ত। আমরা আপনার আইটি সিস্টেম লঙ্ঘন করেছি, ছাত্র এবং কর্মীদের ডেটা সংগ্রহ করেছি এবং সব নিরাপত্তা ক্যামেরার ক্ষতি করেছি। আমরা আপনার কার্যকলাপ পর্যবেক্ষণ করছি।’ নির্দিষ্ট পরিমাণ অর্থ চেয়ে ওই ইমেইলে বলা হয় ‘৪৮ ঘণ্টার মধ্যে ইথেরিয়াম (একটি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম) ঠিকানায় ২০০০ মার্কিন ডলার পাঠিয়ে দিন, নইলে আমরা বোমা বিস্ফোরণ ঘটাব।’ সংশ্লিষ্ট ঠিকানায় ওই পরিমাণ অর্থ পাঠালেই একমাত্র ভয়াবহ এই বিপর্যয়ের হাত থেকে স্কুলগুলো রক্ষা পেতে পারে বলেও জানানো হয় ওই ইমেইলে। মানুষের জীবনহানি ঠেকাতে স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের যাবতীয় কার্যকলাপ বন্ধ করে দেওয়ারও নির্দেশ আসে ওই ইমেইল থেকে।