‘প্লিজ, আপনারা কিছু লিখিয়েন না। পরে ওরা আমাদের মেরে ফেলবে। আপনারা লিখলে আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে। আমরা পুলিশকে জানাব না।’
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেলেও পুলিশের কাছে অভিযোগ দিতে চান না পরিবারটি। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য গেলে ওই বাড়ির ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী হাত জোড় করে এসব কথা বলেন।
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পাকা একতলা বাড়িতে থাকেন গৃহকর্ত্রী, তার এক পুত্রবধূ ও দুই নাতি। বড় ছেলে পরিবার নিয়ে থাকেন ইউরোপের একটি দেশে। ছোট ছেলে চাকরির সুবাদে চট্টগ্রাম নগরে। অতীতে কখনো চুরির ঘটনা ঘটেনি। এবার ডাকাতি হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত দেড়টার দিকে আটজনের একটি ডাকাত দল প্রবেশ করে ওই বাড়িতে। এরপর পরিবারের সদস্যদের হাত-পা, মুখ বেঁধে সব লুটে নেয়।
গৃহকর্ত্রী গণমাধ্যমকে বলেন, যাওয়ার সময় ডাকাতরা হুমকি দেয়, পুলিশকে জানালে পরে এসে মেরে ফেলবে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গণমাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা না দেওয়ায় ডাকাতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।