যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশের ন্যায় নোয়াখালীতে সরকারি ভাবে ই-লার্নিং এন্ড আর্নিং এর মাধ্যমে ফ্রিলান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ৭৫টি সিটের বিপরীতে ৮৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষা কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাজ্জাদ হায়দার ভূইয়া, সদর উপজেলা কর্মকর্তা জাহিদ হোসেন, নোয়াখালী জেলা ই-লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ সেন্টারের পরিচালক মো. জাকির হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক