গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে পাঁচজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম হামলার পর আহতদের উদ্ধারে ছুটে আসা সাংবাদিক ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আল-ঘাদ টিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, হাসপাতালের সিঁড়িতে অবস্থানরত সাংবাদিক ও জরুরি কর্মীদের ওপর সরাসরি আঘাত হানে দ্বিতীয় বিস্ফোরণ।
নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের ক্যামেরাপার্সন হুসাম আল-মাসরি, এপির ফ্রিল্যান্সার মরিয়ম দাগা, আল জাজিরার মোহাম্মদ সালামা, মিডল ইস্ট আই-এর ফ্রিল্যান্সার আহমেদ আবু আজিজ এবং ফটোগ্রাফার মুআজ আবু তাহা। রয়টার্সের আরেকজন আলোকচিত্রী হাতেম খালেদ আহত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে দুঃখজনক দুর্ঘটনা আখ্যা দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২০০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যা আধুনিক ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহল এ হামলাকে সাংবাদিক ও চিকিৎসা সেবাদানকারীদের জন্য ভয়াবহ হুমকি হিসেবে আখ্যা দিয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল