জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ বাতিল করে রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবিতে কলমবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ছে এনবিআরের সব অফিসের কার্যক্রম। এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ জানায়, আজ সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কলম বিরতি চলবে। এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের দুই সংগঠনকেও অকার্যকর ঘোষণা করা হয়েছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা হয়েছে।
জানা যায়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কলম বিরতিতে ঢাকাসহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক-কর কার্যালয়গুলোতেও তেমন কোনো কার্যক্রম চলছে না। এতে বাড়ছে আমদানি-সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যের ভোগান্তি। এ ছাড়া রাজধানীর ভ্যাট ও কর কার্যালয়েও তেমন কাজ হচ্ছে না। এতে স্থবির হয়ে পড়ছে কার্যক্রম।
গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলম বিরতি পালনের পরে সংবাদ সম্মেলন করে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনবিআরের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান, উপ কমিশনার নিপুণ চাকমা।
সংবাদ সম্মেলন মো. আসাদুজ্জামান বলেন, আগামীকাল (আজ) রবিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কলম বিরতি চলবে। তবে আগের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
তিনি বলেন, তাদের স্পষ্ট বার্তা তারা সংস্কারের পক্ষে। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথক হোক, সেই বিষয়ে সবাই একমত। তবে এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে।
নিপুণ চাকমা বলেন, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের অনির্বাচিত নির্বাহী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রায় সব সদস্য পদত্যাগ করায় এটিও অকার্যকর হয়ে পড়েছে। সুতরাং এই দুই অ্যাসোসিয়েশন এখন আর এই দুই ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে না। এমতাবস্থায় বিলুপ্ত ও অকার্যকর এই দুই কমিটির নামে যে কোনো বক্তৃতা, বিবৃতি ব্যক্তিগত বলে গণ্য হবে। এদিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের কার্যক্রম। গতকাল সংগঠনটির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ করে জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। গতকাল তিনি জানান, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
আইনজীবী জুয়েল আজাদ জানান, অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা না করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা বিলুপ্ত না করে সংস্কার করা যেত। গত ১২ মে এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়। রিটে অধ্যাদেশটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে। আবেদনে আইন সচিব ও অর্থ সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।