রাজশাহীর বাগমারা উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে। গতকাল ভোরে উপজেলার দামনাশ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খোকন চন্দ্র (৪০) ও তার স্ত্রী দীপ্তি রানী (৩২)। দামনাশ বাজারে খোকনের একটি জুয়েলারি দোকান রয়েছে।
পুলিশ ও আহতদের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে ৫-৬ জন ডাকাত খোকন চন্দ্রের এক তলা পাকা বাড়ির ছাদে ওঠে। পরে ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামে। তারা বাড়ির চারটি কক্ষের তিনটিতে বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এসব ঘরে খোকনের মা, সন্তান ও স্বজনরা থাকেন। পরে ডাকাতরা খোকনের শয়নকক্ষে ঢোকে স্বামী-স্ত্রীকে ঘুম থেকে তুলে আলমারি ও সিন্দুকের চাবি চায়। স্বর্ণ ও টাকা লুটের সময় খোকন ও তার স্ত্রী বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে চলে যায়। পরে আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খোকনের মা পুষ্পা রানী (৭১) বলেন, ডাকাতরা বাড়িতে থাকা স্বর্ণ, টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দস্যুতার উদ্দেশে বাড়িতে ঢুকে ব্যবসায়ী ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আলমারি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। একটি মোটরসাইকেল নিয়ে গেছে। আহত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত করছে।