দ্রুত নির্বাচনের দাবিতে মাঠে নামছে বাম দলগুলো। চলতি বছরের ডিসেম্বরে ভোটের আয়োজন করার ঘোষণার দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করতে চায় তারা। এজন্য উপজেলা-জেলা ও বিভাগীয় শহরে যাচ্ছেন দলগুলোর নেতারা। দুই মাস ধরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদের নেতারা মাঠ চষে বেড়াচ্ছেন। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে চলতি বছরের ডিসেম্বরেই ভোট আয়োজন করা সম্ভব হবে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কারও করা যাবে।
সূত্রমতে, রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে আগামী বছর জুনে নির্বাচন হবে- সরকারের এমন বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না বাম দলগুলো। এ বক্তব্যের মাধ্যমে সরকার কালক্ষেপণ করছে বলে মনে করছে তারা। বাম দলগুলোর নেতারা জানান, দ্রুত নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখতে বড় ধরনের কর্মসূচি নিয়ে রাজপথে সোচ্চার হতে চান তারা। যুগপৎ ধারার আন্দোলন শুরুর বিষয়ে তারা অনেক দিন ধরে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে তারা জুলাই-আগস্ট গণ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি সাধারণভাবে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বরং আমরা মনে করি, ডিসেম্বরের আগেই বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব। সেটা করার জন্য জরুরিভাবে আগানো দরকার। আমাদের গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাওয়াটা দরকার বলে মনে করি।
বাম দলের নেতারা বলছেন, গত সাড়ে ১৫ বছর নির্বাচনের দাবিতে রাস্তায় ছিলাম। এ সরকারের আমলেও রাস্তায় নামতে হবে, এটা দুঃখজনক। সরকারের আচরণ পর্যবেক্ষণ করছি। নির্বাচনি ইস্যুতে মাঠে নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, সময় বলে দেবে কাদের সঙ্গে ঐক্য করে কর্মসূচি দেব। প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য জরুরি। তাই বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, গণফোরাম, জাসদসহ বিভিন্ন সংগঠন আলোচনা চালিয়ে যাচ্ছে। ঐক্যটা হলে হয়তো বামফ্রন্ট বা ১১-দলীয় জোট এমন আদলে কিছু হতে পারে। তবে নির্দিষ্টভাবে এখনই বলা যাচ্ছে না এ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নাম কী হবে। এ প্ল্যাটফর্মটা হওয়ার পর বিএনপির সঙ্গে নির্বাচন ইস্যুতে কোনো কর্মসূচি দেব কি না, সেটি সময় বলে দেবে। তবে কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। যদি সরকার নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করে সে ক্ষেত্রে বিএনপির সঙ্গে থেকে নির্বাচন ইস্যুতে মাঠে থাকবে বাম দলগুলোর এ প্ল্যাটফর্ম। এ প্রসঙ্গে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘নির্বাচন ডিসেম্বর কেন, নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা ঠিক নেই। বিনিয়োগ আসছে না। সরকার কী করবে সেটা ঠিক নেই। সময় ক্ষেপণ না করে নভেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া উচিত বলে মনে করি। দ্রুত নির্বাচনের জন্য আমরা আলাপ-আলোচনা করে কর্মসূচি শুরু করব।’