বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, জনস্বার্থে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এ ছাড়া বিদ্যুতে কমিয়ে শিল্পে বাড়ানো হবে গ্যাস সরবরাহ। এজন্য বিদ্যুতে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমিয়ে দেওয়া হবে।
গতকাল সচিবালয়ে শিল্পমালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। গ্যাসসংকটের কারণে শিল্পোৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পমালিকরা ফাওজুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন।
উপদেষ্টা বলেন, মে থেকে আগস্ট পর্যন্ত আরও বাড়তি ৪ কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করা হবে। এর ফলে আরও ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। এতে শিল্পে দৈনিক গ্যাস সরবরাহ ২৫০ মিলিয়ন বাড়বে। আর গ্যাস কমিয়ে দেওয়ায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হলে সেটি পূরণ করা হবে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। তিনি আরও বলেন, ‘শিল্পমালিকরা বলেছেন, গ্যাস চুরির কারণে তাঁদের সমস্যা হচ্ছে। আমরা সেখানেও জোরালো পদক্ষেপ নিয়েছি।’ বৈঠকে উপস্থিত হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ‘আমরা তাঁদের আশ্বাসে আশাবাদী। তাঁরা যেভাবে পরিকল্পনা নেওয়ার কথা বলেছেন, সেভাবে নিশ্চিত করা গেলে আশা করি সংকট থাকবে না।’