রাঙামাটি ও চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ও অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবহনকারী সিএনজিটি। নিহত হন সিএনজিতে থাকা যাত্রী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মো. মাহাবুবুর রহমান বাচ্চু (৫০), কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা নূর নাহার বেগম (৪০) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দ মো. আবু তোরাব (৫৫)-সহ আরও তিনজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও বাকি তিনজনের পরিচয় মেলেনি। জানা যায়, রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চাইঞ্চুরুই বাজার থেকে সাপ্তাহিক হাটের কাজ শেষ করে সিএনজিতে পাঁচজন যাত্রী চট্টগ্রামের রাউজান যাচ্ছিলেন। সিএনজিটি মনারটেক এলাকায় পৌঁছলে বিপরীত দিক (চট্টগ্রাম) থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপের (মিনি ট্রাক) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
রাঙামাটির কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, পাঁচজনের লাশের সুরতহাল করা হয়েছে। বাকি একজন ঘটনাস্থলে জীবিত ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লাশগুলো রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালাতক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় শিশু নিহত : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মালবাহী পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই শিশুর মা-বাবাসহ সাতজন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটসংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত শিশুর লাশ চমেক মর্গে রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোলার বাসিন্দা জামাল উদ্দিন ঢাকার আশুলিয়া এলাকায় থাকতেন। চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে ঢাকা থেকে পরিবার-পরিজন ও মালামালসহ কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপ ভ্যান বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার চেষ্টা করে। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে এবং পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রূপগঞ্জে বাসচাপায় নিহত ১ : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব সুলতানা কামাল সেতুতে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা গাউছিয়া এক্সপ্রেস নামে একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৫৮৩৯৯) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতেন। স্ত্রী সাবিহা চৌধুরী ও সন্তানকে নিয়ে তিনি রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে যাচ্ছিলেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সাবিহা চৌধুরী ও শিশু সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ সময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যান। নিহত জাহাঙ্গীর আলম জামালপুর জেলার সরিষাবাড়ী থানার দোয়াইল এলাকার নুরুল ইসলামের ছেলে। জাহাঙ্গীর আলমের স্ত্রী সাবিহা চৌধুরীও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি করেন।
বরিশালে হোন্ডা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত এক : বরিশাল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বরিশাল সদর উপজেলার ঝালকাঠি-বরিশাল রোডের গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের সঙ্গে হোন্ডার মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে নবগ্রাম রোডে পেশকারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, নিহত সোনিয়া বেগম (২১) রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সরদারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বরিশাল নগরী থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। নবগ্রাম রোডের পেশকারবাড়ি এলাকায় পৌঁছলে ঝালকাঠি থেকে বরিশাল নগরীগামী সিলিন্ডারবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে মাথা থেঁতলে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়েছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘনায় নিহত ২ : মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া সার্ভিস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কায় ইউসুফ খান (৫২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ইউসুফ খান ফরিদপুর জেলার সালথা বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের সিরাজদীখান উপজেলার কেয়াইনি ইউনিয়নের নিমতলার কলাবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আলিমুল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুলের বাড়ি রংপুরে। আহত আবদুর রহমান ঢাকার মুগদা-মান্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা মোটরসাইকেল করে মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ তথ্যগুলো নিশ্চিত করেছেন।
কলাপাড়ায় বাসচাপায় শিশু নিহত : কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম ওরফে জাবের নামে সাত বছরের শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরের দিকে পাখিমারা পানি জাদুঘরের সামনে এ ঘটনা ঘটেছে। মৃত জাবের কুয়াকাটাসংলগ্ন হুইসেনপাড়া গ্রামের মো. আফজাল হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানার ওসি মো জুয়েল ইসলাম জানান, দুর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসটি এলাকার লোকজন আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।