ভাঙ্গায় ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাবা ও স্বজনদের কুপিয়ে জখম এবং বাড়িঘর ভাঙচুর-লুটপাট করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ছাত্রীর বাবা গফফার মিয়া (৫৫), চাচা ছত্তার মিয়া (৬০) ও ফুপাতো ভাই তাইমুর মাতুব্বরকে (১৯) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার রহমান উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে সপ্তাহখানেক আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০) ও সাকিব মোল্লা (২২) ইভ টিজিং করে। বিষয়টি ওই ছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানায়। ওই ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি ওই বখাটেদের অভিভাবকদের জানালে ক্ষিপ্ত হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। স্কুলছাত্রীর ছোট চাচা আবু সাঈদ মিয়া বলেন, ‘সিয়াম, রিফাত, সাকিব এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আমার ভাতিজিকে তারা ইভ টিজিং করে। বিষয়টি তাদের অভিভাবকদের জানাই। গত রবিবার রাত ১১টার দিকে আমাদের বাড়ির সামনে এসে তারা আতশবাজি ফোটায়। এর মধ্যে ২-৩টি বাড়ির ভিতরে নিক্ষেপ করে। এ সময় আমরা বাধা দিলে তারা চলে যায়। বিষয়টি পুনরায় তাদের অভিভাবকদের জানাই। এরপর সোমবার বেলা ১১টার দিকে ওই তিন বখাটেসহ ১০-১২ জন এসে বাড়ির ভিতরে ঢুকে আমার দুই ভাই ও বেড়াতে আসা এক ভাগনেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ সময় আমাদের বাড়ির তিনটি ঘর ভাঙচুর ও লুটপাট করেছে। ওই ছাত্রী বলেন, ‘তিন বখাটে স্কুলে যাওয়ার সময় আমাকে ইভ টিজিং করে।’ ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ইভ টিজিং করাকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বখাটে ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।