খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সুবি ত্রিপুরা (৩৫)। তিনি হেডম্যানপাড়ার বাসিন্দা বাসনা ত্রিপুরার ছেলে। এ ঘটনায় নিহত সুবি ত্রিপুরার বোন তারাবতী ত্রিপুরাও (২০) আহত হন। তারাবতী ত্রিপুরার স্বামীর নাম ধন ত্রিপুরা। গতকাল ভোর ৬টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যানপাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত হন। এ ছাড়া সন্ত্রাসীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা (২০) কপালে জখম হয়ে আহত হয়েছেন। বিজ্ঞপ্তিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। লাশ উদ্ধারের কার্যক্রম চলছে বলে জানা গেছে।