রমজান মাসে ভারতের জম্মু ও কাশ্মীরে আয়োজিত একটি ‘ফ্যাশন শো’ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। ন্যাশনাল কনফারেন্স নেতা এবং রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ থেকে শুরু করে বিরোধীদলগুলো এর সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটি অত্যন্ত অশালীন এবং যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
জানা গেছে, রিসোর্ট এবং সমুদ্র সৈকতের পোশাকের জন্য সর্বাধিক পরিচিত ফ্যাশন ডিজাইনার শিবান ভাটিয়া এবং নরেশ কুকরেজার ব্র্যান্ডের ১৫তম বার্ষিকী উপলক্ষে গত ৭ মার্চ এই ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল গুলমার্গের স্কি-রিসোর্টে। অনুষ্ঠানের কিছু ছবি সামনে আসার পরই রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনলাইনে শেয়ার করা ছবিতে ‘অর্ধ-নগ্ন’ পুরুষ ও মহিলাকে পাতলা পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা গেছে।
এর পরই সমালোচকদের বক্তব্য, এ ঘটনা রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে। নিজেকে ‘উদার মনোভাবাপন্ন ব্যক্তি’ হিসেবে তুলে ধরেও জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের প্রধান সাজাদ লোন বলেছেন, ‘ওই ফ্যাশন শো’টি না করলেও ভালো হতো। হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুক এটিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত বলেছেন, ‘পর্যটন প্রচারের নামে এই ধরনের অশ্লীলতা সহ্য করা হবে না।’