বরিশালে যাত্রীবাহী গ্রিনলাইন পরিবহনের বাসে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের দক্ষিণ বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান। গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে আসে গ্রিনলাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে চালক বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। তাই কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে বাস পুরোপুরি পুড়ে গেছে। গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশে যাত্রা করে। কিন্তু পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। দ্রুত আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি বলেন, গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মোট এক ঘণ্টা ৫ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাসে থাকা এক মহিলা যাত্রী ধোঁয়ার কারণে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওসি আমিনুর রহমান জানিয়েছেন। এর আগে ২০২৩ সালের ২৪ আগস্ট রাতে ঢাকা থেকে বরিশাল যাওয়ার সময় গৌরনদীর কটকস্থল নামক এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। চলন্ত অবস্থায় গ্রিনলাইন পরিবহনের ওই বাসটির পেছনের অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।