দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সড়কে নেমে এসেছেন ঢাকার নারী-শিশু ও শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুলে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। তারা নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে রাষ্ট্রসহ দেশের সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষার্থীরা এ সময় ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
গতকাল ইডেন কলেজের বকুলতলায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসে গেটের সামনে বিক্ষোভ করেন। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও নারী-শিশুসহ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, ধারালো অস্ত্রের হামলাসহ দেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ‘নিরাপত্তা আন্দোলন’ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা চাই কেউ যেন আর ধর্ষণের শিকার না হয়। নতুন বাংলাদেশেও আজ নারীরা ঘরে-বাইরে সব জায়গায় নির্যাতিত। গত ২৪ ঘণ্টায় ১৭ নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। বক্তারা আরও বলেন, সম্প্রতি সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নারী নির্যাতন রোধে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে নারী নিরাপদে এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। আমরা চাই নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন। ভাই-বোনেরা একসঙ্গে আন্দোলন করবে, রাজপথে থাকবে, দেশ গড়বে। তাসলিমা আক্তার নামের এক নারী শিক্ষার্থী বলেন, অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় নারীরা ঝুঁকির মধ্যে থাকেন। আবার অনলাইনের নারীদের হেনস্তা করার প্রবণতা বাড়ছে, যা পরবর্তী সময়ে বড় অপরাধে রূপ নেয়। রাজধানীর আসাদগেটে গতকাল দুপুরে অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এই শিক্ষার্থীরা বলেন, ২৪-পরবর্তী সময়ে দেখছি যে, প্রশাসনে যারা নিরাপত্তা দেন তারা সঠিকভাবে নেই। বিভিন্ন জায়গায় পদশূন্য অবস্থায় আছে। আমরা চাই ওই জায়গাগুলো পদশূন্য অবস্থায় না থাকুক। মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। ভুক্তভোগীরা প্রশাসনের সহায়তা পাচ্ছেন না বলে আন্দোলনকারীরা অভিযোগ তোলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গতকাল উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। রাজধানীর কাকরাইল মোড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, আমরা এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। এমন অবস্থা চলতে পারে না। একই ইস্যুতে ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।