সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে ঢাকার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে বন্দরবাজার লালবাজারের হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে শামসুল আলম (৫০) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। শামসুল আলম ঢাকার মিরপুর-১২-এর আবদুল বারেকের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তিনি ঢাকা থেকে সিলেট এসেছিলেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি তিনি লালবাজারের ওই হোটেলে ওঠেন। রুমে তার সাড়াশব্দ না পেয়ে গতকাল সকাল ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে ভিতর থেকে তার লাশ উদ্ধার করে। কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, শামসুল আলমের রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।