জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল্লাহ আমান আযমীকে গোপন কারাগারে আটকে রেখে হত্যা করতে বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত ‘আফটার দ্য মুনসুন রেভ্যুলুশন-এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, আয়নাঘরে আযমীর বন্দি থাকা ও তাঁর শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন। তিনি (আযমী) ফেলো মিলিটারি অফিসার হওয়ায় তাঁর মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি (হাসিনা) তা প্রত্যাখ্যান করেছিলেন। একপর্যায়ে শেখ হাসিনা আযমীকে হত্যার পরামর্শ দেন।
শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তা জানান, আমি তেমনটি করিনি। বরং এরপরে আমি তাঁর মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দিই।