কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। ভারতের সেনাবাহিনীর বেশকিছু সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল পার হয়ে গুলিবর্ষণ করলে এ উত্তেজনা দেখা দেয়। জবাবে ভারতীয় সেনারাও প্রতিক্রিয়া জানিয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো তথ্য সামনে আসেনি। সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন ভারত নিজেদের নিয়ন্ত্রণে নেবে। আর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নয়াদিল্লির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত-অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করবে তার দেশ। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করবে পাকিস্তান।’ ভারতের সামরিক শক্তিকে পাকিস্তান ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের শীর্ষ এ দুজন কর্মকর্তার তরফে উল্লিখিত বক্তব্যের পরপরই দেশ দুটির সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির ওই খবর এলো। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে বলে ভারতীয় সেনাবাহিনীর বেশকিছু সূত্র জানিয়েছে। ভারতের সেনাসূত্র জানায়, ১ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
শিরোনাম
- গাজায় দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে
- ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক শুক্রবার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা
- সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা
- শৈশবে ভয়াবহ অভিজ্ঞতা, নৃত্যগুরুর হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী
- রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের যুবক নিহত
- লিবিয়ার জিম্মি দশা থেকে দেশে ফিরলেন লোকমান
- সাতক্ষীরায় বাঁধ ভাঙনে দুর্যোগ, ক্ষতিগ্রস্তদের পাশে নৌবাহিনী
- মার্কিন কূটনীতিকদের জন্য চীনাদের সঙ্গে প্রেমে নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের
- মির্জাপুরে বাছুরসহ দুই গাভী চুরি
- নিরাপদ যাত্রা নিশ্চিতে চট্টগ্রামে মাঠে বিআরটিএ
- মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী টিমের অভিযান অব্যাহত
- গাজায় ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করে ইসরায়েলি বাহিনী
- পারিবারিক শত্রুতার বলি কলাগাছ
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের দুই মন্ত্রী
- নোয়াখালীতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ উপহার
- দুর্নীতির অভিযোগ : পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- লামায় পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনায় ২৫ জন আহত
- প্রশাসনের হস্তক্ষেপে মানিকগঞ্জে বাল্যবিয়ে বন্ধ
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা
কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের গোলাগুলি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর