জুলাই আন্দোলনে রিক্সা চালক আবু সাঈদ হত্যা চেষ্টা মামলার আসামি রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে তাকে নগরীর বাবু খাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা ওসি আতাউর রহমান বলেন, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে রিক্সা চালক আবু সাঈদ হত্যা চেষ্টার মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম