রাজধানীতে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- রাসেল হোসেন (৩৪) ও সুমন খান (২৯)। রবিবার রাত পৌনে ১০টায় বিমানবন্দরের কাওলা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবির গুলশান বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক কারবারিরা ইয়াবা কেনাবেচার জন্য ময়মনসিংহ-ঢাকা সড়কের পূর্ব পাশে কাওলা বাসস্ট্যান্ডে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেল হোসেন ও সুমন খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।