বিশ্ব মোড়ল আমেরিকার গত নির্বাচনের প্রচারণার সময় থেকেই নানা উদ্বেগ-উৎকণ্ঠায় নড়েচড়ে বসেছিল তাবৎ বিশ্ব। তার কারণ কী? এর মূলে ছিল রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগজনক স্লোগান। ট্রাম্প নির্বাচিত হলে আমেরিকার অভ্যন্তরীণ নীতি ও পররাষ্ট্র নীতি কী হবে, তা নিয়ে সবার কৌতূহলের অন্ত ছিল না। বিশেষ করে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এই উগ্র জাতীয়তাবাদী স্লোগান (?) বিশ্বনেতাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নির্বাচনের ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং সেই দলের দ্বিতীয় নেতা কমলা হ্যারিসের দুর্বল প্রার্থিতা ট্রাম্পের দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়াকে যখন প্রায় নিশ্চিত করে ফেলেছিল তখন আমেরিকার ভবিষ্যৎ নিয়ে বিশ্বনেতাদের উদ্বেগ আরও বেড়ে যায়। ২০ জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর তিনি যেসব কর্মকাণ্ড শুরু করেন তা সবার আশঙ্কাকে আরও ঘনীভূত করে তোলে। ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প বিশ্বকে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রবাসীকে তাক লাগিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৯টি নির্বাহী আদেশে সই করেছেন, যা ১৯৩৭ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা। এসব আদেশের মধ্যে ২৭টি শুল্ক, জীবাশ্ম জ্বালানি সহায়তা ও অর্থনীতিবিষয়ক, ১৪টি কর্মক্ষেত্রে বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য, ট্রান্সজেন্ডারবিষয়ক, ১৫টি অভিবাসন বিষয়ে, স্বাস্থ্যবিষয়ক ১৩টি এবং প্রযুক্তিবিষয়ক ১০টি আদেশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা, ক্যাপিটলে দাঙ্গায় অভিযুক্ত দেড় হাজার নিজ দলের সমর্থকের মুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ, মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, জাতীয় স্তরে কর্মী নিয়োগ বন্ধ রাখা, ১০ হাজার স্বাস্থ্যকর্মীর চাকরিচ্যুতি, বিভিন্ন দেশের অভিবাসীদের বিতাড়নসহ আরও অনেক সিদ্ধান্ত। ইতোমধ্যে ব্যাপক অভিবাসীকে দলে দলে বিভিন্ন দেশে পাঠানোর কাজও শুরু করা হয়েছে। ফলে বিশ্বজুড়ে এসব বিষয় নিয়ে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব কারণে অনেকেই মনে করছেন ট্রাম্প ক্রমশ কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছেন।
এরই মাঝে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পারস্পরিক শুল্কনীতি ঘোষণা করেছেন। এই নীতি ২ এপ্রিল থেকে কার্যকর শুরু হয়েছে। এই শুল্কনীতি কার্যকর করার দিনকে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার বাণিজ্যের ‘লিবারেশন ডে’ হিসেবে ঘোষণা করেছেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ওপর অন্যান্য দেশের আরোপিত শুল্ক এবং বাণিজ্যনীতি তিনি বিবেচনা করবেন। এটাকে তিনি ন্যায্যতা ও পারস্পরিক পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। শুল্কনীতির আওতায় তিনি সব দেশের পণ্যে গড়ে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বাড়তি শুল্ক আরোপ করেছেন প্রায় ৬০টি দেশের ওপর। এতে দেখা যায়, এশিয়ার দেশগুলোর ওপর ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। উল্লেখযোগ্য বেশি শুল্ক আরোপ করা হয়েছে যেসব দেশের ওপর তাদের মধ্যে চীন ৩৪ শতাংশ, ভিয়েতনাম ৪৬ শতাংশ, তাইওয়ান ৩২ শতাংশ, ইন্দোনেশিয়া ৩২ শতাংশ, জাপান ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়া ২৫ শতাংশ, থাইল্যান্ড ৩৬ শতাংশ, মালয়েশিয়া ২৪ শতাংশ, কম্বোডিয়া ৪৯ শতাংশ, বাংলাদেশ ৩৭ শতাংশ, ভারত ২৬ শতাংশ, পাকিস্তান ২৯ শতাংশ, ফিলিপাইন ১৭ শতাংশ, শ্রীলঙ্কা ৪৪ শতাংশ, মিয়ানমার ৪৪ শতাংশ ও লাওস ৪৮ শতাংশ। বাড়তি শুল্ক আরোপের ফলে এসব দেশ থেকে আমেরিকায় রপ্তানি পণ্যের দাম বেড়ে যাবে। ফলে এসব দেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। আর দেশগুলোর অর্থনীতি ও প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়তে পারে।
শেয়ার বাজারে তাৎক্ষণিক অস্থিরতা : ৩ এপ্রিল ট্রাম্পের শুল্কনীতি ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্ববাণিজ্য, অর্থনীতি এবং পণ্যবাজার ও শেয়ার বাজারে চরম অস্থির অবস্থা তৈরি হয়েছে। মার্কিন উচ্চহার শুল্কের ধাক্কায় দেশে দেশে পুঁজিবাজারে ধস নামে। আমেরিকাসহ ইউরোপ, এশিয়ার শেয়ার বাজারে বড় দরপতন শুরু হয়। ফলে লন্ডনের এফটিএসই হান্ড্রেড সূচক ১.৩% কমে যায়, জার্মানির ডিএএক্স ১.৬% এবং ফ্রান্সের সিএসি ১.৮% হ্রাস পায়। জাপানের নিক্কাই সূচক ৩.৩% এবং টপিক্স সূচক ৩.৩% পড়ে যায়। হংকংয়ের হ্যাং স্যাং সূচক ১.৯% হ্রাস পায় আর ভিয়েতনামে সূচক ৬.৭% নিচে নেমে যায়। মার্কিন শুল্ক আরোপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রযুক্তি খাত। এর ফলে নাসডাক ফিউচার ৩.৫%, অ্যাপল ৭%, নাইকি ৭.৩%, এনভিডিয়া ৫.৬% এবং টেসলা ৮% দর হারায়। বাড়তি শুল্ক ধার্যের ফলে মুদ্রাবাজারেও অস্থিরতা দেখা গেছে। শুল্ক আরোপের জেরে মার্কিন ডলার ১.১% হ্রাস পায় আর ব্রিটিশ পাউন্ড ০.৯% বেড়ে ১.৩১ ডলারে উত্তীর্ণ হয়। এ প্রসঙ্গে জেনাস হেন্ডার্সন ইনভেস্টরসের পোর্টফোলিও ম্যানেজার অ্যাডাম হেটস মনে করছেন, ‘বাজারের এই অস্থিরতা সহসাই কমবে না। বরং বাজার আরও চাপের মধ্যে পড়বে।’
বিশ্বনেতাদের প্রতিক্রিয়া : বিভিন্ন দেশের নেতারা বিশেষ করে বড় অর্থনীতির দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের অনেকেই এটাকে ‘বাণিজ্যযুদ্ধ’ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপকে অন্যায় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই অন্যায়ের জন্য মার্কিন জনগণকে অনেক চড়া মূল্য দিতে হবে। ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, অ্যালুমিনিয়াম, ইস্পাত এবং গাড়ির ওপর মার্কিন শুল্কের কারণে কানাডার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমাদের বাণিজ্যযুদ্ধের প্রতি কোনো আগ্রহ নেই। বরং সব পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি।’ জার্মানির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘তার দেশ নিজ দেশের কোম্পানি এবং কর্মীদের রক্ষা করতে প্রস্তুত রয়েছে।’ সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেন, ‘আমরা বাণিজ্যযুদ্ধ চাই না।’ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও, আইরিশ বাণিজ্যমন্ত্রী সাইমন হ্যারিস, ফ্রান্সের মুখপাত্র ট্রাম্পের শুল্কনীতিকে অন্যায় বলে অভিহিত করেছেন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মার্কিন শুল্কনীতিকে চ্যালেঞ্জ করে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে অনেক বিকল্প আছে ইউরোপিয়ান ইউনিয়নের। আমরা প্রতিশোধ নিতে চাই না। তবে প্রয়োজন হলে প্রতিশোধ নেওয়ার শক্তিশালী পরিকল্পনা আমাদের আছে।’ তার এ বক্তব্যে একদিকে ক্ষোভ অন্যদিকে হুমকির আভাসও রয়েছে। তবে সার্বিকভাবে তাতে বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে আমেরিকা ও ইউরোপের মধ্যে, যা বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প যে দিনটিকে অর্থনৈতিক স্বাধীনতা দিবস বলে ঘোষণা করেছেন, সেদিনই তিনি বিশ্ব অর্থনীতিকে দীর্ঘমেয়াদি বাণিজ্যযুদ্ধে ঠেলে দিয়েছেন। এভাবে বিভিন্ন দেশের ব্যবসাবাণিজ্যেও মার্কিন শুল্কনীতির মারাত্মক প্রভাব পড়বে বলে সবাই আশঙ্কা করছেন। অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান মার্কিন শুল্কনীতির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলো। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।
বাংলাদেশের ওপর কতটা প্রভাব পড়বে : মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বাড়ানোর ঘোষণায় বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছে ৩৭ শতাংশ, যা আগে গড়ে ছিল ১৫ শতাংশ। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির মধ্যে আছে তৈরি পোশাক, জুতা, টেক্সটাইলসামগ্রী ও কৃষিপণ্য। তবে রপ্তানির সিংহভাগই তৈরি পোশাক। শুল্ক আরোপের তালিকা থেকে দেখা যায় এশিয়ার দেশগুলো থেকে যেসব দেশ তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তার মধ্যে সবচেয়ে শুল্ক কম আরোপ করা হয়েছে ভারতের ওপর (২৬%)। এর পরে রয়েছে পাকিস্তান (২৯%)। সবচেয়ে বেশি ৪৬ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে ভিয়েতনামের ওপর। ২০২৪ সালের পোশাক রপ্তানির তালিকা থেকে দেখা যায়, চীন পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ভিয়েতনাম ও ভারত। আর এই চারটি প্রতিযোগী দেশের ওপর শুল্ক ধার্য করা হয়েছে ৩৪% (চীন), ৩৭% (বাংলাদেশ), ৪৬% (ভিয়েতনাম) এবং ২৬% (ভারত)। এই তালিকা পর্যালোচনা করলে ভারতের ওপর কম শুল্ক ধার্য হওয়ার কারণে রপ্তানি বাড়ানোর সুযোগ পাবে দেশটি। ফলে বাংলাদেশ পোশাক রপ্তানির একটি অংশের বাজার হারাবে আর তা দখল করবে ভারত। এরই প্রেক্ষাপটে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের ওপর আরোপিত নতুন শুল্ক রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’ বিকেএমই-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, ‘নতুন শুল্ক আরোপের ফলে দেশের পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ এই আশঙ্কা যদি সত্যি হয়, তা হলে দেশের চলমান যেসব পোশাক কারখানা রয়েছে, সেগুলোর উৎপাদন কমে যেতে পারে। ফলে শ্রমিক ছাঁটাইয়ের পরিস্থিতি তৈরি হলে দেখা দেবে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা। এর প্রভাব পড়বে ব্যাংকিং খাতেও। ব্যাংকের ঋণ পরিশোধে জটিলতা দেখা দেবে এবং এর ফলে ঋণ বিরূপ শ্রেণিমানে পড়লে ব্যাংক খাত সংকটে পড়বে। তা ছাড়া রপ্তানি কমে যাওয়ার কারণে ব্যাংকের মুনাফাও কমে যাবে।
তবে বর্তমান শুল্কনীতির প্রভাব নিয়ে নানা শঙ্কার মধ্যেও আশার আলোও দেখছেন অনেকে। উল্লেখ্য, ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ এবং চীনের ওপর ৩৪% শুল্ক আরোপ করার কারণে দেশ দুটির রপ্তানি সবচেয়ে বেশি কমে যেতে পারে এবং এদিক থেকে বাংলাদেশের রপ্তানি বাড়ার সুযোগও তৈরি হতে পারে। এসব বিবেচনায় আমাদের রপ্তানির ওপর প্রভাব না পড়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। তাই অনেকে আমাদের রপ্তানি বাড়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশ মূলত মধ্যম ও কম দামের পণ্য রপ্তানি করে। আর ভারত, ভিয়েতনাম, চীন সাধারণত উচ্চমূল্যের পোশাক রপ্তানি করে। ফলে দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের পোশাক রপ্তানি তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না। বিকেএমই-এর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘পাল্টা শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে ধস নামবে, সেটা এখনই মনে করছি না।’ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ একটি মৌলিক বিষয় তুলে ধরে পোশাক রপ্তানির ক্ষেত্রে দেশের সম্ভাবনার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমাদের প্রতিযোগী দেশগুলোর ওপর প্রায় সমান হারে শুল্ক আরোপ করা হয়েছে। বরং এ ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হতে পারে দরকষাকষির সুযোগ কাজে লাগিয়ে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমেরিকার পণ্যের ওপর বাংলাদেশ ৭৪ ভাগ শুল্ক আদায় করে থাকে। আমেরিকার পণ্যের কোনোটাই মৌলিক পণ্য নয়। ফলে বাংলাদেশ চাইলে আমেরিকার পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনতে পারে এবং তাদের বাজারে প্রবেশে নতুন ঘোষিত শুল্ক ছাড় নিতে পারে। এটি সম্ভাবনার দুয়ার তৈরি করবে।’ একই আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। তিনি আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট তার শুল্কনীতি ঘোষণা করেছেন মাত্র। এই নীতির ফলে বিভিন্ন দেশই ক্ষতিগ্রস্ত হবে এমনটি নয়, এই নীতির কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে আমেরিকার জনগণ। এখন তাদের বেশি দামে পোশাক এবং অন্যান্য পণ্য ক্রয় করতে হবে। ফলে সে দেশে কী প্রতিক্রিয়া দেখা দেবে, তা-ও বিবেচনায় রাখতে হবে। এমনও হতে পারে শুল্কের এই উচ্চহার নিয়ে আলোচনা ও পুনর্বিবেচনার দ্বারও উন্মুক্ত হতে পারে। তবে সেটি ভবিষ্যতের বিষয়। আমাদের ততক্ষণ সেই ভবিষ্যতের আশায় অপেক্ষা করতে হবে বৈ কি!
লেখক : কবি, প্রাবন্ধিক ও ব্যাংকার