দীর্ঘ ১৫ বছর পর ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির বঞ্চিত থাকা অনেক রাজনৈতিক নেতা এবং সাংবাদিক অংশ নিয়েছেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে এ রকম শতাধিক নতুন মুখের দেখা মিলেছে। অনুষ্ঠানটি সেন্ট্রাল লন্ডনের কপথর্ন তারা হোটেলে স্থানীয় সময় ৪ এপ্রিল রাতে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের আমন্ত্রণে ১৫/১৬ বছর পর কমিউনিটির এই বঞ্চিত নেতাদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ বিভিন্ন ইসলামিক দল ও অন্যান্য সংগঠনের নেতারা এতে অংশ নেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই প্রথম আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পেলাম ও অংশ নিলাম। আমাদেরকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি।’ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, ‘গত ১৬ বছর এই হাইকমিশনের দৌরাত্ম্যে আমাদের নানা অত্যাচার সহ্য করতে হয়েছে। এখন আবার এই হাইকমিশনের প্রধান আমাদের নেতাকে সশরীরে গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা তা গ্রহণ করে অংশ নিয়েছি।’ ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, ‘বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি ব্রিটিশ বাংলাদেশিদের সহযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী বলেন, ‘আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, ব্রিটেনে বেড়ে উঠেছি, আমার জন্য বাংলাদেশের স্বাধীনতা দিবসের উদযাপনে অংশ নেওয়া বিশেষ আনন্দের।’