জোড়া ছবি দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল তাঁর ‘বসগিরি’ ও ‘শুটার’। এরপর থেকে প্রতি ঈদেই বুবলী অভিনীত একাধিক ছবি মুক্তি পেয়েছে। গত বছরও রোজার ঈদে মুক্তি পেয়েছিল জোড়া ছবি ‘মায়া-দ্য লাভ’ ও ‘দেয়ালের দেশ’। আগের বছর (২০২৩ সাল) ঈদেও হাজির হয়েছিলেন ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ নিয়ে। তবে ঈদে বুবলীর জোড়া ছবি নিয়ে আসার ঘটনায় এবার ছেদ পড়ে। ঈদে বুবলীর একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেটা এম রাহিমের ‘জংলি’। তাঁর বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। আরও ছিলেন দীঘি। এ ছবির প্রমোশনে লুঙ্গি পরে হাজিরও হয়েছিলেন শবনম বুবলী। যাই হোক, ঈদের ছবি হিসেবে জংলি ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শবনম বুবলী। দর্শকরা তাঁর সাবলীল অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। বুবলী-সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঈদে। সারা দেশের মাল্টিপ্লেক্সে ১৮টি শো চলছে এখন। প্রায় শোগুলো দর্শক টানছে। জংলি টিমের মতে- ‘হাউসফুল’। ঈদের তৃতীয় দিন পর্যন্ত ‘জংলি’ সিনেমার প্রতিটা শো হাউসফুল ছিল বলে জানা গেছে। নিজের ছবির দর্শক রেসপন্স নিয়ে আনন্দিত বুবলী। তিনি বলেন, ‘আমার সবগুলো সিনেমা আমি দেখেছি। এটা এমন না যে, আমি সব সময় এ জিনিসটা ক্লিয়ার করে রাখি। কারণ আমরা তো দর্শকদের জন্যই। দর্শকরা চিনবে, ছবি তুলতে আসবে বা যে দর্শকগুলো আমাদের ভালোবাসে, সেটা তাদের জন্য। আমি চাই একদম ফুল মনোযোগ দিয়ে সিনেমাটা দেখতে পারি। মানে যদি একজন মানুষও আমার দিকে একটু ভালোভাবে তাকায়, তাদের যেন মনোযোগ নষ্ট না হয় সেজন্য আমি বোরকা পরে আমার মতো করে কাছের মানুষদের নিয়ে সিনেমা দেখি।’ এদিকে বুবলী অভিনীত ‘ছায়া’ নামে অন্য একটি সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয় এ ঈদে। অবশ্য এ হিসাব কষলে বলা যায়, এবারও ডাবল সিনেমা নিয়েই হাজির হন আলোচিত এ নায়িকা। তাই প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্ম দুই মাধ্যমেই বুবলীর নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ভক্তদের পাশাপাশি বুবলীও বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন বুবলী। খুলেছেন প্রযোজনা সংস্থা। প্রতিষ্ঠানের নাম রেখেছেন- বিগ প্রোডাকশনস। বুবলী ইনোভেটিভ গ্রুপের সংক্ষিপ্ত রূপ ‘বিগ’। জানা গেছে, এ প্রতিষ্ঠান থেকে নাটক, ওয়েব ছবি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে। আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও।
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫
- ‘লাপাতা লেডিজ’ এর গল্প চুরির অভিযোগ অস্বীকার লেখকের
- জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে গোবিন্দগঞ্জে র্যালি
- টানা ৯ দিনের ছুটি শেষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
- কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
- সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে জরুরি নির্দেশনা
- এসএসএফের সাবেক ডিজির ফ্ল্যাট-জমি জব্দ, ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- নীলফামারীতে দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আফতাব উদ্দিন
- যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি ফাঁস: তদন্তে নেমেছে ইউক্রেন
- ঈদে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের ফেরত দিলেন ইউএনও
- আকিকার দাওয়াত খেয়ে অসুস্থ দুই শতাধিক মানুষ, হাসপাতালে ভর্তি ৫২
- এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপি গ্যাসের দাম
- ভারতে ওয়াকফ বিল পাস হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল বিএনপি
- আমিরাতের সহযোগিতায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব : ক্রীড়া উপদেষ্টা
- দেশে প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এল ৩ বিলিয়ন ডলারের বেশি
- ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ সমাবেশ
- প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২
- ৮ দিন পর আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজের আহ্বান উপদেষ্টার