তিন দিন পর লাহোরে শুরু হচ্ছে ৬ দলের নারী বিশ্বকাপ বাছাইপর্ব। নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশও অংশ নিচ্ছে বাছাইপর্বে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে ৮ দলের নারী বিশ্বকাপ। আসরের ৬ দল নিশ্চিত। বাকি ২ দলের জন্য লড়াই করবে ৬ দল। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর ক্রিকেট একাডেমি স্পোর্টস গ্রাউন্ডে বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল বুধবার আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও আয়ারল্যান্ড। একই দিন মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড। ১০ এপ্রিল বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। যে দলটির বিপক্ষে কোনো ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই নিগার সুলতানা, মারুফা আক্তার, শারমিন সুলতানাদের। নারী বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে গতকাল লাহোর ক্রিকেট স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করেছেন নিগাররা। ৩ এপ্রিল লাহোর পৌঁছায় নিগার বাহিনী। শুক্রবার বিশ্রাম নিয়ে গতকাল অনুশীলন করেছে। দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে মরিয়া নিগার বাহিনী ঈদের ছুটিতে যায়নি। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে। ২০২২ সালে নিউজিল্যান্ডে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ।
৮ দলের মধ্যে সপ্তম হয়েছে। এবারের বাছাইপর্বে নিগার বাহিনীর অবস্থান ওয়েস্ট ইন্ডিজের পরে। ক্যারিবীয়দের র্যাঙ্কিং ৬ ও বাংলাদেশের ৭। অবশ্য সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল নিগারদের। কিন্তু গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় রানরেটে নিউজিল্যান্ডের কাছে পিছিয়ে যায়।