রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট পাঠানো হয়েছে। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ওই ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিডি প্রতিদিন/মুসা