নোয়াখালীতে ধর্ষণের শিকার দুই যমজ বোনের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলার কবিরহাট উপজেলায় ৭ বছর বয়সি দুই বোন ধর্ষণের ঘটনায় তাদের আইনি সহায়তা প্রদান, পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন তিনি। গতকাল দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল হক ও সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিন এ তথ্য জানিয়েছেন। লিখিত বক্তব্যে তারা বলেন, কবিরহাট উপজেলায় দুই বোনের ধর্ষণের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ভিকটিমদের আইনি সহায়তা প্রদান ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন। পরে ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে নোয়াখালী আইনজীবী ফোরামের ৭ সদস্যের একটি দল ভিকটিমদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরেজমিনে তাদের বাড়ি পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসাইন বুলবুল, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল হক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাছান পলাশ, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী কবির আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোনাক্কের বাহার প্রমুখ।