একই দিনে দুই বিয়ের সংবাদে মুখর ঢাকাই শোবিজ অঙ্গন। গত শুক্রবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে বন্ধনে আবদ্ধ হন আফসানা প্রীতির সঙ্গে। অন্যদিকে সংগীতশিল্পী ও পরিচালক আরাফাত মহসিনকে বিয়ে করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিশ্চিত করেন নিজেরাই। এদিকে অভিনয় ক্যারিয়ারে শামীম হাসান সরকারের একাধিকবার বিয়ের সংবাদ প্রকাশ হলেও এবার বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
শামীম হাসান সরকার বলেন, ‘এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে হয়েছে। পাত্রী মিডিয়ার কেউ না।’ এদিকে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শোবিজ তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন এ নবদম্পতিকে। আর রাবা খান ও নিধি ফেসবুকে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা’।