পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ফের শুরু না হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জাার্মানি। এর আগে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনায় বসার জন্য ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময় দেন ‘ই-থ্রি’ নামে পরিচিত এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ই-থ্রি’র পক্ষ থেকে বলা হয়, ইরান যদি পুনরায় আলোচনায় না বসে তাহলে তারা দেশটির ওপর পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। আরও বলা হয়েছে, আলোচনায় বসার জন্য আগস্টের শেষ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ইরান অবশ্য রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। গত মাসে ইরান জানিয়েছে, তারা পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত। তবে এর আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। -রয়টার্স
গত মাসে ই-থ্রি ও ইরানের কূটনীতিকদের মধ্যে ইস্তাম্বুলে আলোচনার পর ওই কথা জানায় দেশটি। জাতিসংঘের মহাসচিবকে দেওয়া এক চিঠিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট, যুক্তরাজ্যের ডেভিড ল্যামি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হয় তাহলে তাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
মঙ্গলবার ই-থ্রি জানিয়েছে, আলোচনার সময় বাড়ানোর বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি। আমরা স্পষ্ট করে বলেছি, ইরান যদি ২০২৫ সালের আগস্টের শেষ পর্যন্ত কোনো কূটনৈতিক সমাধানে না পৌঁছায় তাহলে আমরা তাদের ওপর পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহাল করব। জুলাইয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা সম্পূর্ণ অবৈধ হবে। ২০১৫ সালে ই-থ্রি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ইরান। ফলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বের হওয়ার পর ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।