উত্তর কোরিয়া তার সীমান্তে প্রপাগান্ডার জন্য ব্যবহার করা কিছু লাউডস্পিকার খুলে ফেলছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সীমান্তের নির্দিষ্ট কিছু এলাকায় এ কার্যক্রম চলছে। তবে সব এলাকায় একই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনো পর্যবেক্ষণ চলছে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে এ প্রথম এমন তথ্য প্রকাশ করল সিউল। প্রেসিডেন্ট লি দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়াবিরোধী প্রচার সম্প্রচার বন্ধ করে দেন এবং সীমান্তে বসানো লাউডস্পিকার খুলে ফেলার কাজ শুরু হয়। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা হতে পারে।
দীর্ঘদিন ধরে সীমান্তে লাউডস্পিকারের মাধ্যমে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ এক অস্ত্রবিরতিতে শেষ হলেও দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে।