মার্কিন শুল্ক আরোপের জের ধরে ভারত যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বোয়িং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন ওয়াশিংটন সফরও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। -রয়টার্স
প্রাপ্ত খবর অনুযায়ী, খুব শিগগিরই রাজনাথ সিংয়ের যুক্তরাষ্ট্র সফর হওয়ার কথা ছিল, যেখানে মার্কিন প্রশাসনের সঙ্গে বিভিন্ন সমরাস্ত্র ক্রয়ের চুক্তি ঘোষণা করার পরিকল্পনা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে দিল্লি এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন শুল্ক আরোপ ও দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পরেই নতুন দিকনির্দেশনা আসবে, যার ভিত্তিতে পরবর্তীতে অস্ত্র ক্রয়ের বিষয়ে আলোচনা হতে পারে। এর ফলে সাময়িকভাবে অস্ত্র ও বিমান কেনার সব প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। ভারত জানিয়েছে, শুল্ক নিয়ে পরিষ্কার কোনো সুরাহা না হলে নতুন অস্ত্র ও বিমান কেনা হবে না। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছয়টি বোয়িং পি৮আই বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার কথা ছিল ভারতের। সর্বশেষ রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে ভারতীয় পণ্যে শুল্কের মোট পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশ।