কৃষি সেক্টরের শ্রমিকদের গ্রিনকার্ড প্রদানের প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকানদের চেয়ে বিদেশি কৃষি শ্রমিকেরা উত্তম।’ তিনি গত ৫ আগস্ট ‘সিএনবিসি’ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ট্রাম্প আরও বলেন, আমেরিকার কৃষি খাতকে উজ্জীবিত রাখতে বছরের পর বছর ধরে বিদেশি শ্রমিকেরা অপরিসীম অবদান রেখে চলছেন। কিন্তু তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই।