গাইবান্ধার সাঘাটায় নিখোঁজের পাঁচ দিন পর বিএনপি নেতা মুরাদজ্জামান সরকারের (৭১) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মুরাদজ্জামান সরকার উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ যোগীপাড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার সাঘাটা ইউনিয়নের বুগারপটল যমুনা নদীর চর এলাকায় কোলার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও এলাকাবাসী জানায়, গত ১৬ আগস্ট সকালে মুরাদজ্জামান সরকার উপজেলার ইটাকুরি বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই একপর্যায়ে বুধবার সকালে উপজেলার সাঘাটা ইউনিয়নের বুগারপটল যমুনা নদীর চর এলাকায় কোলার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম