‘ভারতের লক্ষ্য একদম পরিষ্কার। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। পানি এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদকে মুছে ফেলতে হবে। এ ছাড়া শান্তির কোনো রাস্তা নেই। গতকাল রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গোটা বিশ্বের উদ্দেশে মোদি বলেন, ‘গোটা বিশ্বকে জানাতে চাই, পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে সেটা সন্ত্রাসবাদ শেষ হওয়া নিয়েই আলোচনা হবে। পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) ওপরেই আলোচনা হবে।’
ভাষণে ভারতীয় সেনাবাহিনী, গোয়েন্দা, বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে মোদি বলেন ‘সবাই ভারতের শক্তি ও পরাক্রম দেখেছে। গত ২২ এপ্রিল সন্ত্রাসীরা পহেলগামে যে বর্বরতা দেখিয়েছে তাতে গোটা দেশ এবং বিশ্ব দেখেছে।’ ভাষণে তিনি আরও বলেন, ‘অপারেশন সিঁদুর কেবল একটা নাম নয়। দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিবিম্ব। ন্যায় ও অখ তার প্রতীক। ভারতের তিন বাহিনীর থেকে কখনো সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক হয়েছে। এখন অপারেশন সিঁদুর হলো সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের নীতি।’ পাকিস্তানের তরফে বারবার পরমাণু অস্ত্র ব্যবহার করার যে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে তা নিয়েও মুখ খুলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার স্পষ্ট বক্তব্য, ‘এ ধরনের কোনো ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না।’