ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে কানাডার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সোমবার। যুক্তরাষ্ট্রের পাশের দেশটি দীর্ঘদিন জাস্টিন ট্রুডোর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু রিপাবলিকানরা ওয়াশিংটনের ক্ষমতা নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান চাপে পদত্যাগ করতে বাধ্য হন ট্রুডো। সর্বশেষ জরিপগুলো সাধারণভাবে দেখলে বোঝা যাচ্ছে, ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়া মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে কনজারভেটিভ পার্টিও ভালো লড়াই করতে পারে। আর ফেডারেল এ নির্বাচনের ওপর নির্ভর করছে অটোয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ। এদিকে কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন কেন্দ্র করে পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ। রাস্তার দুই পাশে বড় বড় রোড সাইন, কমিউনিটিতে ছোট ছোট সাইন, ইনডোর মিটিংয়ের এন্টারটেইনমেন্ট, রেন্ট-এ কারসহ আরও অনেক কিছুতেই ভরে গেছে।
কানাডার পার্লামেন্ট হাউস অব কমন্সের মোট আসন সংখ্যা ৩৪৩টি। গত নির্বাচনের চেয়ে ছয়টি আসন বেড়েছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে আসন সংখ্যা বৃদ্ধি পায়। এবারের মোট ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লাখ। এর মধ্যে চার দিনের অগ্রিম ভোট পড়েছে প্রায় ৭৩ লাখ, যা প্রায় ২৫ শতাংশের বেশি। যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭২টি আসন। আসন্ন ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত পাঁচটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে মার্ক কার্নির লিবারেল পার্টি, পিয়েরে পয়লিয়েভের কনজারভেটিভ পার্টি, জাগমিত সিংয়ের এনডিপি পার্টি, ইভস ফ্রান্সসয়েন্স ব্লানচেট, ব্লক কুইবেক পার্টি এবং এলিজাবেথ মে অ্যান্ড জোনাথান পেডনলট যৌথভাবে গ্রিন পার্টি অব কানাডা। এ ছাড়াও বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী আছেন। কানাডার রাজনীতিতে বা সরকার ক্ষমতায় যেই আসুক না কেন এ মুহূর্তে কানাডার প্রয়োজন শক্তিশালী অর্থনীতি। কানাডার সর্বশেষ জনমত ও আসনভিত্তিক জরিপে মার্ক কার্নির লিবারেল পার্টি এগিয়ে রয়েছে। যদিও বড় দুই দল লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির পলিসিতে বড় ধরনের কোনো পার্থক্য নেই। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কানাডার ইতিহাসে এবারের নির্বাচন সবচেয়ে বেশি আলোচিত ও গুরুত্বপূর্ণ। কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজারমূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখা এবং ট্রাম্পের সঙ্গে ট্যারিফ আরোপের কানাডা ও আমেরিকার যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে; তা সমাধানে এ মুহূর্তে অর্থনীতিবিদ মার্ক কার্নিই কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত। আর এ কারণেই দেশটির নাগরিকদের কাছে মার্ক কার্নির দল লিবারেল পার্টি জয়ের ধারায় এগিয়ে রয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।