২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা নানা পণ্যসামগ্রী বিক্রি হচ্ছে। ২০২৮ সালে ৮২-তে পা দেবেন ট্রাম্প। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেননি তিনি। এমনকি, তার জন্য সংবিধান অগ্রাহ্য করতেও রাজি বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্পপুত্র এরিক ট্রাম্পকে সোশ্যাল মিডিয়ায় এ ধরনের একটি ক্যাপ পরা ছবিতে দেখা গেছে। ক্যাপটির দাম ৫০ মার্কিন ডলার। টি-শার্ট পাওয়া যাচ্ছে নীল এবং লাল রঙের। দাম ৩৬ মার্কিন ডলার। কাপ ধরার কুজিস মিলছে ১৮ মার্কিন ডলারে। এ পণ্যসামগ্রীর গায়ে লেখা- ‘দ্য ফিউচার লুকস ব্রাইট। রিরাইট দ্য রুলস (ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে। নতুন করে নিয়ম লেখা হোক)’। -গার্ডিয়ান ও ডয়চে ভেলে
ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট চতুর্থবার নির্বাচিত হওয়ার পরে মার্কিন সংবিধানের ২২তম সংশোধন হয়। চতুর্থবারের মেয়াদও শুরুর সময়েই ১৯৪৫-এর ১২ এপ্রিল ৬৩ বছর বয়সি রুজভেল্ট মারা যান। ১৯৫১ সালে সংশোধনী পাস হয়। এতে বলা আছে- ‘কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না।’ ট্রাম্পকে সংবিধানও বদলানোর জন্য কংগ্রেসের দুই সভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী পাস করাতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের মধ্যে অন্তত ৩৮টি থেকে অনুমোদন নিতে হবে, যার সম্ভাবনা কম। যদিও ট্রাম্প বলেছেন, তৃতীয়বার নির্বাচিত হওয়ার ‘উপায়’ আছে এবং আবার ভোটে দাঁড়ানো নিয়ে তিনি ‘মশকরা করছেন না’। তবে তিনি এও বলেন, ‘সেসব ভাবার আগে আমাদের বহুদূর পথ পার করতে হবে।’ ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি নিজের নামকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। বর্তমানে তাঁর স্টোরে পাওয়া যাচ্ছে মা দিবস উপলক্ষে গোলাপি পায়জামা, ট্রাম্প লোগোযুক্ত পিকলবল প্যাডল এবং ‘৪৫’ ও ‘৪৭’ নম্বরসংবলিত গহনা। এগুলো তাকে ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখায়।