যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ খবর জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, হেলিকপ্টারটিতে তিনজন প্রাপ্তবয়স্ক এবং অন্তত দুজন শিশু ছিল। সবার লাশ উদ্ধার করা হয়েছে। সিটি হল সূত্র জানিয়েছে, নিহতরা ছিলেন স্পেন থেকে আগত একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলটও রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় নদীর দুই পাড়েই জরুরি সেবাকর্মীরা মোতায়েন হন। ম্যানহাটনের পশ্চিম প্রান্তে ওয়েস্ট সাইড হাইওয়ে ও স্প্রিং স্ট্রিটে নিউইয়র্ক পুলিশ মোতায়েন করা হয়।-দ্য গার্ডিয়ান
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল বেল ২০৬ মডেলের। এটি নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটন এলাকা থেকে উড্ডয়ন করেছিল। একটি তদন্ত সূত্র জানায়, হেলিকপ্টারটি ‘মেরিডিয়ান হেলিকপ্টার্স’ নামক লুইজিয়ানাভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন। ফ্লাইট রুট বিশ্লেষণে জানা গেছে, উড্ডয়নের পর হেলিকপ্টারটি গভর্নরস আইল্যান্ড এবং স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে হাডসন নদীর পশ্চিম পাড় ধরে উড়ে যায়। জর্জ ওয়াশিংটন ব্রিজ অতিক্রম করে হেলিকপ্টারটি আবার ফিরে আসার পথে জার্সি সিটির কাছে বিধ্বস্ত হয়। গত এক সপ্তাহের ফ্লাইট ট্র্যাকিং রেকর্ড অনুযায়ী, হেলিকপ্টারটি নিয়মিতভাবে নিউইয়র্ক এবং আশপাশের এলাকায় বিভিন্ন বিমানবন্দর ও হেলিপোর্টে যাতায়াত করছিল। এটি প্রায়ই ম্যানহাটনের এক হেলিপোর্ট থেকে আরেকটিতে, অথবা জেএফকে ও নিউয়ার্ক বিমানবন্দর থেকে হেলিপোর্টে উড়ে যেত। এই মর্মান্তিক দুর্ঘটনাটি নিউইয়র্ক শহরজুড়ে শোকের ছায়া ফেলেছে।