চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শি এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন। তবে মার্কিন সয়াবিন আমদানিতে এখনও ১৩ শতাংশ শুল্ক বলবৎ রয়েছে।
বুধবার (৫ নভেম্বর) চীনের স্ট্রেট কাউন্সিলের ট্যারিফ কমিশনের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন কিছু কৃষি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল রেখে এক বছরের জন্য মার্কিন পণ্যের ওপর ২৪ শতাংশ অতিরিক্ত শুল্ক স্থগিত করবে।
বছরের পর বছর ধরে শুল্ক বিরোধের পর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে সমর্থন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেইজিং ১০ নভেম্বর থেকে মার্কিন কৃষি পণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত নির্দিষ্ট শুল্ক প্রত্যাহারের পরিকল্পনাও ঘোষণা করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের ফলে সয়াবিন, ভুট্টা এবং মাংসের মতো গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি বৃদ্ধি পেতে পারে। যা খাদ্যের ক্রমবর্ধমান দামের মধ্যে মার্কিন কৃষক এবং চীনা ভোক্তা উভয়কেই উপকৃত করবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শি এবং ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকে কোনো বড় চুক্তি স্বাক্ষরিত না হলেও সংলাপটি বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা কমানোর জন্য একটি নতুন প্রচেষ্টা বলে চিহ্নিত হয়েছে।
বৈঠক শেষে ট্রাম্প এবং হোয়াইট হাউস জানিয়েছে, চীন ২০২৫ সালের শেষ দুই মাসে কমপক্ষে ১ কোটি ২০ লাখ মেট্রিক টন মার্কিন সয়াবিন কিনবে এবং পরবর্তী তিন বছরে প্রতিটি মাসে কমপক্ষে ২৫ লাখ টন করে সয়াবিন কিনবে। তবে বেইজিং এর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিডি প্রতিদিন/কামাল