মানিকগঞ্জ সদর উপজেলার হিজলাইন কালীগঙ্গা নদীতে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধান ক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২য় ধাপে পোনামাছ অবমুক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, জামায়াত ইসলাম মনোনীত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান, জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম, মোঃ শাহরিয়ার জুয়েল, জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় এলাকার জনগণ ও জেলেদের প্রতি আগামী তিন মাস মাছ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। স্থানীয় যুবসমাজের সহায়তায় কালীগঙ্গা নদীতে মোট ৪১৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল