চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় ইউটাহ থেকে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। টাইলার রবিনসন নামের ওই যুবককে ধরতে ৩৩ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অবশেষে বৃহস্পতিবার রাতে তাকে হেফাজতে নেয়া হয়। তার বাবা তাকে পুলিশের কাছে আত্মসমর্পণে রাজি করানোর পরই শেষ হয় এই অভিযান।
ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর থেকেই আলোচনায় কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ক। বুধবার ইউটাহ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে গুলিবিদ্ধ হন চার্লি কার্ক। এরপর থেকে তার ওপর হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়।
কার্কের হত্যাকারীকে গ্রেফতারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্দেহভাজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করারও ঘোষণা দেন তিনি। তার মৃত্যুতে ‘শোকার্ত এবং ক্ষুব্ধ’ বলে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে দেশটির প্রভাবশালী অনেকে। কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন চার্লি কার্ক আর কেনই বা তাকে হত্যা করা হলো?
কার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন। তার মৃত্যুর পর ‘এই নৃশংস হত্যাকাণ্ডে শোকার্ত এবং ক্ষুব্ধ’ উল্লেখ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে চার্লি কার্ককে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম' দেয়ার কথাও জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, আদালতের নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কর্মরত একজন ব্যক্তি মার্কিন মার্শালদের ফোন করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে টাইলার রবিনসন নামের সন্দেহভাজনএকজন ব্যক্তিকে আটক করেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তদন্তকারীরা জানান, সন্দেহভাজন ব্যক্তি তার বাবার কাছে স্বীকারোক্তি দিয়েছেন। ইউটাহের গভর্নর স্পেন্সার কক্স বলেন, নজরদারি ছবিতে দেখা গেছে যে, ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলি চালানোর প্রায় চার ঘণ্টা আগে পৌঁছেছিলেন টাইলার রবিনসন।
গভর্নর সাংবাদিকদের বলেন, যখন তাকে আটক করা হয়, তখন তিনি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরায় দেখা পোশাকের মতোই পোশাক পরে ছিলেন।
রবিনসনের পরিবারের সদস্যরা একটি সাম্প্রতিক ঘটনার কথাও উল্লেখ করেছে বলে জানান মি. কক্স। যেখানে সে উল্লেখ করেছিল, কার্ক ইউটাহ আসছে এবং তিনি ‘ঘৃণা ছড়াচ্ছেন’। কক্স বলেন, তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির এক রুমমেটের সাথেও কথা বলেছেন, যিনি তাদের মেসেজিং অ্যাপ ডিসকর্ডে ‘টাইলার’ নামে একটি অ্যাকাউন্ট পাঠানো কিছু বার্তা দেখান।
বার্তাগুলিতে ‘একটি ড্রপ পয়েন্ট’ থেকে একটি রাইফেল সংগ্রহ করা এবং রাইফেলটি একটি ঝোপের মধ্যে, একটি তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় রেখে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। এফবিআই বৃহস্পতিবার জানিয়েছে যে তারা ক্যাম্পাসের কাছে একটি জঙ্গলে কাপড়ে মোড়ানো সন্দেহভাজন অস্ত্র- একটি আমদানি করা মাউসার বোল্ট অ্যাকশন রাইফেল - খুঁজে পেয়েছে।
পাবলিক রেকর্ড থেকে বিবিসির পর্যালোচনা জানা যায়, রবিনসন অতীতে ইউটাহ রাজ্যে একজন অনিবন্ধিত বা নির্দলীয় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। রেকর্ড অনুসারে, সন্দেহভাজন ব্যক্তির বাবা ম্যাথিউ কার্ল রবিনসন এবং সন্দেহভাজন ব্যক্তির মা অ্যাম্বার ডেনিস রবিনসন নিবন্ধিত রিপাবলিকান।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের মতে, ভোটের রেকর্ড থেকে জানা যায় যে, গত দুটি প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেননি তিনি। ২০২০ সালে ভোট দেওয়ার জন্য যথেষ্ট বয়স ছিলনা।
সন্দেহভাজন ওই ব্যক্তি ইউটাহের সেন্ট জর্জে জিওন ন্যাশনাল পার্কের কাছে বসবাস করেন। যে ক্যাম্পাসে কার্ককে গুলি করা হয়েছিল সেখান থেকে সেটি প্রায় ২৫০ মাইল বা ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, রবিনসন দক্ষিণ-পশ্চিম ইউটাহের ডিক্সি টেকনিক্যাল কলেজে বৈদ্যুতিক শিক্ষানবিশ প্রোগ্রামের তৃতীয় বর্ষের একজন ছাত্র।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে জানা যায়, রবিনসনের বাবা রান্নাঘরের কাউন্টারটপ এবং ক্যাবিনেট ইনস্টলেশনের ব্যবসা পরিচালনা করেন, অন্যদিকে তার মা একজন সমাজকর্মী। তথ্যসূত্র : বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/শআ