ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভূমিধসের কবলে পড়ে একটি যাত্রীবাহী বাসের অন্তত ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ যাত্রী।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ওই এলাকায় ভারি বৃষ্টি চলার সময় ঘটনাটি ঘটে।
অনলাইন সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন।
রয়টার্স জানায়, বাসটি লাম ডং প্রদেশের রাজধানী পাহাড়ি শহর দাও লাত থেকে উপকূলীয় পর্যটন শহর যা ট্র্যাংয়ে যাচ্ছিল। পথে হ্যাং লে গিরিপথে বাসটি ভূমিধসের কবলে পড়ে। বাসটির কিছু অংশ ধসে পড়া মাটি ও পাথরের নিচে চাপা পড়েছে।
এখনও বাসটিতে আরও দুইজন যাত্রী আটকা পড়ে আছেন। জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা তাদের বের করে আনার চেষ্টা করছেন।
গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, পথের ওই অংশটি মাটি ও বড় বড় পাথরে পুরোপুরি ঢাকা পড়ে আছে। ভিএনএক্সপ্রেসের খবর অনুযায়ী, শুক্রবারও দেশটিতে একটি ভূমিধসের ঘটনা ঘটে। নিকটবর্তী দানাংয়ে ওই ভূমিধসের পর থেকে তিনজন নিখোঁজ রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম