ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনও সুনামি সতর্কতাও নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর আবেপুরা থেকে ১৯৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ