ইংলিশ ক্লাব বোর্নমাউথ থেকে ৬৬ মিলিয়ন ইউরো খরচে ইলিয়া জাবার্নিকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ইউক্রেনের এই ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এতে করে মারকুইনহোস, মিলান শক্রিনিয়ার ও জাবার্নিকে নিয়ে পিএসজির রক্ষণভাগ আরও শক্তিশালী হলো।
চুক্তি অনুযায়ী, ২২ বছর বয়সী জাবার্নির জন্য বোর্নমাউথকে প্রথমে ৫৪.৫ মিলিয়ন পাউন্ড দিয়েছে প্যারিসিয়ানরা। এরপর জাবার্নির পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ২.৬ মিলিয়ন পাউন্ড দেবে।
২০২৩ সালের জানুয়ারিতে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভ থেকে চেরিসে যোগ দেন জাবার্নি। সেখানে দলের হয়ে মোট ৮৬টি ম্যাচে খেলেন। তিনি দলের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি ২০২৩-২৪ মৌসুমে সমর্থকদের পছন্দের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
২২ বছর বয়সী এই ডিফেন্ডারকে বিক্রির মাধ্যমে দলবদল এই গ্রীষ্মে তৃতীয় ডিফেন্ডারকেও ছেড়ে দিলো বোর্নমাউথ। এর আগে ডিন হুজসেনকে ৫০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে ও মিলোস কারকেজকে ৪০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলের কাছে বিক্রি করে তারা। এর ফলে, বোর্নমাউথকে তাদের রক্ষণভাগ নতুন করে সাজাতে হবে। তবে এই তিন খেলোয়াড়কে বিক্রি করে ক্লাবটি বেশ ভালো লাভ করতে চলেছে।
জাবার্নিকে ২৪ মিলিয়ন পাউন্ডে, গত গ্রীষ্মে জুভেন্টাস থেকে হুজসেনকে ১২.৬ মিলিয়ন পাউন্ডে এবং এজেড আল্কমার থেকে কারকেজকে ১৫.৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছিল বোর্নমাউথ।
এদিকে, জাবার্নির বদলি হিসেবে বোর্নমাউথ এই সপ্তাহেই ফ্রেঞ্চ ক্লাব লিঁলের ডিফেন্ডার বাফোদে ডিয়াকিতের সঙ্গে একটি চুক্তি করেছে। ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বোর্নমাউথে যোগ দিতে চলেছেন ডিয়াকিতে। পারফরম্যান্সের ভিত্তিতে পরে তা বেড়ে ৩৪ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।
বিডি প্রতিদিন/কেএ