ইসরায়েলের মাউন্ট হারমনে এক বিস্ফোরণে দেশটির সাত সেনা আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে একটি অভিযান কার্যক্রমের প্রস্তুতির সময়। তাদের সেনারা পুরনো সিরীয় অস্ত্র নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনাদের হাতে থাকা ওই পুরনো অস্ত্র হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চারজন গুরুতর আহত হন এবং বাকি তিনজন সামান্য আহত হন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য সাফেদ হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি একটি রিজার্ভ ইউনিটের অভিযানের সময় ঘটে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববর্তী যুদ্ধের সময় ফেলে যাওয়া অস্ত্র অসাবধানতাবশত বিস্ফোরিত হয়েছে।
এদিকে, সিরিয়া ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে রয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।
যদিও এর মধ্যেই সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অভিযানের খবর আসছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর তথ্যমতে, ৫ আগস্ট কুনেইত্রার গ্রামীণ এলাকা আল-কাহতানিয়াহ গ্রামে দুইটি বাড়ি ভেঙে ফেলে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ওই বাড়িগুলো সামরিক অবস্থানের খুব কাছে ছিল।
গত দুই বছর ধরে ইসরায়েল আল-হামিদিয়াহ থেকে শুরু করে উম্ম আল-আজম, আল-কাহতানিয়াহ হয়ে মাউন্ট হারমনের ঢাল পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘাঁটি স্থাপন করেছে। আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি দখল আরও বিস্তৃত হয়েছে।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল