ইউক্রেনে এক রাতেই ৩৫৫টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এটিই রুশ বাহিনীর সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলাটি চালানো হয় এমন এক দিনে, যার আগের দিন রুশ হামলায় নিহত হয় কমপক্ষে ১৩ জন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘সম্পূর্ণ পাগল’ বলে মন্তব্য করেন, যা ছিল ক্রেমলিনের বিরুদ্ধে তার বিরল এক প্রকাশ্য সমালোচনা।
ওই সময় রাশিয়া ইউক্রেনে ব্যাপক বোমা হামলা চালাচ্ছিল এবং একই সময়ে চলছিল বৃহত্তম বন্দিবিনিময় কার্যক্রম।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ৩৫৫টি ‘শাহেদ’ ধরনের ড্রোনসহ ৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অনেকগুলো ছিল বিভ্রান্তিকর ‘ডিকয়’ ড্রোন।
বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগ্নাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা।
সোমবারের এই ড্রোন হামলার আগে কিয়েভ পুরো সপ্তাহান্তকে ‘সন্ত্রাসের সপ্তাহান্ত’ হিসেবে উল্লেখ করেছে।
সর্বশেষ হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মৃত্যুর খবর না থাকলেও গত ২৪ ঘণ্টায় রুশ গোলাবর্ষণে উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে এক বেসামরিক পুরুষ নিহত হয়েছেন। গত কয়েক মাস ধরেই এই অঞ্চলটিতে রাশিয়ার অব্যাহত হামলা চলছে।
রাজধানী কিয়েভে ছয় ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজতে থাকে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চলীয় খমেলনিৎস্কি অঞ্চলে রুশ ড্রোন হামলায় ১৮টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের প্রধান জানিয়েছেন, সেখানে এক ১৪ বছর বয়সী কিশোর আহত হয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট, সিনহুয়া
বিডি প্রতিদিন/একেএ