ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার তিন বছরের মধ্যে প্রথম সরাসরি আলোচনায় মস্কো একটি ‘ডামি’ প্রতিনিধি দল পাঠিয়েছে, যাদের প্রকৃত কর্তৃত্ব বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই।
জেলেনস্কি বলেন, ‘রুশ প্রতিনিধি দলের পর্যায় এবং তাদের ম্যান্ডেট (কার্যদায়িত্ব) সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম কিনা, তা আমাদের জানতে হবে।’
তিনি আরও বলেন, আমাদের কাছে এখন যেটা প্রতীয়মান হচ্ছে, তা হলো-এটা একটা ছায়া প্রতিনিধি দল।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে জানিয়েছেন জেলেনস্কি।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত