একটি বেসরকারি আটক কেন্দ্রে বিক্ষোভ করার সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্কের মেয়র রাস বারাকাকে আটক করা হয়। তবে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনের বলা হয়েছে, এই আটক কেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণ-নির্বাসনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ওই বিক্ষোভে তিনজন ডেমোক্র্যাটিক হাউস সদস্য রব মেনেনডেজ, বনি ওয়াটসন কোলম্যান এবং ল্যামোনিকা ম্যাকআইভারও উপস্থিত ছিলেন। কিন্তু তাদের আটক করা হয়নি।
৫৫ বছর বয়সী বারাকা নেওয়ার্কে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অফিসের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
আটকের বিষয়ে রাস বারাকা বলেন, “বাস্তবতা হল, আমি কোনও ভুল করিনি।
নিউ জার্সিতে ট্রাম্পের অন্তর্বর্তীকালীন মার্কিন অ্যাটর্নি হিসেবে নিযুক্ত আলিনা হাব্বা বলেন, বারাকা ‘অনুপ্রবেশ করেছেন এবং নেওয়ার্কের ডেলানি হল আটক কেন্দ্র থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি তদন্তের একাধিক সতর্কতা উপেক্ষা করেছেন।”
“তিনি স্বেচ্ছায় আইন অমান্য করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা এই রাজ্যে চলবে না। তাই তাকে হেফাজতে নেওয়া হয়,” হাব্বা তার এক্স পোস্টে বলেন। সূত্র: জাপান টাইমস
বিডি প্রতিদিন/একেএ