বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়নের উদ্যোগে নোয়াখালীতে তিন মাসব্যাপী ই-লার্নিং এন্ড আর্নিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাটে ই-লার্নিং এন্ড আর্নিং এর নোয়াখালী শাখার পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান দেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুব উন্নয়নের উপপরিচালক মোহাম্মদ ইসহাক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন ও নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগসহ অনেকে। ৫০ জন শিক্ষার্থী ও বেকার যুবককে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিন মাসের এই কম্পিউটারের প্রশিক্ষণ শেষে তারা বেকারত্ব ও কর্মসংস্থান সৃষ্টি ও ঘরে বসে ইনকাম করার সুযোগ পাবে।
বিডি প্রতিদিন/এএ